• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫দিনব্যাপী পুষ্পমেলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
এতদ অঞ্চলের জনপ্রিয় পুস্পমেলার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি কর্পোশেন। সোমবার দুপুরে নগরীর টাউনহল প্রাঙ্গনে ফিতা কেটে বেলুন উড়িয়ে ১৫দিন ব্যাপী এ পুস্পমেলার মেলার উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২২ টি স্টলে বিক্রি করা হচ্ছে দেশী-বিদেশী নানা জাতের ফুল, ফল ও বৃক্ষ জাতীয় গাছের চারা।
পুস্পমেলা উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, আমরা বেশ কয়েকবছর যাবৎ পুষ্পমেলার আয়োজন করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে বিভিন্ন উদ্ভিদকে নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দেওয়া। এ মেলার ইতিবাচক ফলাফল আমরা লক্ষ্য করছি। অনেকেই বাড়ির খালি জায়গায় বা ছাদ বাগানের জন্য চারা সংগ্রহ করতে পারছে, যা এলাকাকে সৌন্দর্যমন্ডিত করতে এবং সবুজায়নে সহযোগিতা করছে।আমরা চেষ্টা করে যাচ্ছি ময়মনসিংহকে একটি নান্দনিক ও সুন্দর শহর হিসেবে তুলতে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দসহ নগরীরর বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads